JP Nadda in Bengal. (Photo Credits: @ShabanaANI2 Twitter)

কলকাতা, ১২ অগাস্ট: দু'দিনের সফরে বাংলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গতকাল, শুক্রবার রাতে নাড্ডাকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য নেতারা। নাড্ডাকে বিমানবন্দরে স্বাগত জানাতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ অন্যান্যদের।

পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম রাজ্যে এসেছেন নাড্ডা। বেশ কিছু কর্মসূচি নিয়ে সারাদিন বঙ্গে ব্যস্ত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে যাবেন তিনি। মোদী সরকারের 'আমার মাটি-আমার দেশ', 'বীর বন্ধন', 'মাটি সংগ্রহ' নানা কর্মসূচির বাস্তবায়ন খতিয়ে দেখবেন তিনি। হাওড়ায় তেরঙ্গা পতাকা বিতরণ করবেন নাড্ডা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি দেখা করে শুভেচ্ছা জানাবেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের। পাশাপাশি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলবেন নাড্ডা। পঞ্চায়েত ভোটে হিংসা, সন্ত্রাসের শিকার হওয়া মানুষ ও পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। আরও পড়ুন-ধূপগুড়িতে প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন কংগ্রেসের, অধীরের জোট বার্তায় খুশি বামেরা

দেখুন ভিডিয়ো

তবে তাঁর বঙ্গ সফরে আসল লক্ষ্য আগামী বছর লোকসভা নির্বাচন। বিজেপির কোর গ্রুপের নেতাদের সঙ্গে বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারের প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে বৈঠক করবেন নাড্ডা। ৪২টি আসনের কোনওটাতেই বিনা যুদ্ধে তৃণমূল, বাম, সিপিএমদের জমি ছাড়তে নারাজ বিজেপি। গত বাংলায় লোকসভায় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার বঙ্গে গেরুয়া শিবিরের টার্গেট ২৫টি আসন। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, শহরাঞ্চল, শিল্পাঞ্চল-এই চার জায়গার জন্য আলাদা দলীয় কমিটি গড়তে পারে বিজেপি।