জেপি নাড্ডা. Photo Source: Twitter

কলকাতা, ৯ ডিসেম্বর: নজরে ২০২১ বিধানসভা নির্বাচন (2021 West Bengal Assembly Polls)। সেই লক্ষ্য নিয়েই বাংলায় এলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে হেস্টিংসে ২০২১-র 'যুদ্ধক্ষেত্র' উদ্বোধন করলেন নাড্ডা। হেস্টিংসের ২ নম্বর সেন্ট জর্জেস গেট রোড, এই অফিস থেকে আগামীর লড়াইয়ের পথ প্রসস্থ করল বিজেপি। নির্বাচনী প্রচার জোর দিয়ে বিরোধীদের উপর কড়া নজর রেখে কাজ চলবে হেস্টিংসে বিজেপির এই কার্যালয় থেকে। জেপি নাড্ডা বলেন, "রাজ্যের সংস্কৃতিকে মরতে দেব না আমরা। এই রাজ্যের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে গেরুয়া শিবিরের।"

২০২১ নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এহেন পরিস্থিতিতে বাংলা দখলে কোমর বেঁধে নেমেছে বিজেপি। যার জেরেই তৈরি হয়েছে হেস্টিংসের বুকে এই সুবিশাল অফিস। এই কার্যালয়ের দায়িত্বে রয়েছেন প্রতাপ ব্যানার্জি। হেস্টিংসের এই অফিসে থাকছে হেলিকপ্টার এবং গাড়ি মনিটরিং সেন্টার। কোন কেন্দ্র কো নেতা হেলিকপ্টার নিয়ে যাবেন। প্রতিদিন ক'টা হেলিকপ্টারের প্রয়োজন। এই সমস্ত হেলিকপ্টারগুলি কোথা থেকে কোথায় যাবে। এছাড়াও রয়েছে আইটি সেল এবং কল সেন্টার। বহুতল এই অফিসের ৮ তলায় রয়েছে বিজেপি নেতাদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা, ৪ তলায় আইটি সেল, ৭ তলায় দলের সাধারণ সম্পাদকের অফিস, ৬ তলায় কল সেন্টার।