বেথুয়াডহরি: পশ্চিমবঙ্গ (West Bengal) সফরে এসে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের (TMC) সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP National President) জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda)।
বৃহস্পতিবার নদিয়ার (Nadia) বেথুয়াডহরির জনসভা থেকে রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, "মানব পাচার (Human trafficking), মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ (crimes against women) ও দুর্নীতির (corruption) ঘটনা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলায়। তৃণমূলের গুণ্ডারাজ (gundaraj) চলছে এখানে। একমাত্র বিজেপিই (BJP) এটা বন্ধ করতে পারে। যদি আপনারা নির্বাচনে পদ্মফুল (lotus) প্রতীকে চাপ দেন তাহলে এই ধরনের মানুষদের জেলে (jail) পাঠানো হবে।"
বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে তৃণমূলের আইনজীবীদের বিক্ষোভ ও পোস্টারিং নিয়েও বৃহস্পতিবার মুখ খোলেন নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেন মাথা গরম ও দুর্নীতি না করার। এখনও নিজেকে বদলাতে না পারলে ভবিষ্যৎ খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন। কেন্দ্র টাকা পাঠায় আর এখানে তোলাবাজি হয় বলেও জানান তিনি।
Nadia, West Bengal|Human trafficking, crimes against women, corruption have tremendously increased in Bengal. TMC ‘gundaraj’ is going on here & only BJP can stop this. If you press ‘lotus’ symbol in polls, all such people will be sent to jail: JP Nadda, BJP National President pic.twitter.com/QUjVACXE5R
— ANI (@ANI) January 19, 2023