Locket Chatterjee: কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন লকেট, কিন্তু কেন?
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Photo Credit: IANS)

কলকাতা, ২৪ মে: কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)৷ এনিয়ে তাঁর বক্তব্য, ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা৷   মহিলারাও আর সুরক্ষিত নন৷ এই পরিস্থিতিতে কী করে কেন্দ্রীয় নিরাপত্তায় নিজেকে সুরক্ষিত রাখব, যখন একজন জন প্রতিনিধি হিসেবে দলীয়কর্মীদের নিরাপত্তা দিতে পারছি না৷ এনিয়ে গত বেশ কয়েকদিন ধরে অমিত শাহ মন্ত্রকের সঙ্গে কথা চালাচ্ছিলেন চুঁচুড়ার বিজেপি সাংসদ৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রক লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে ফিরিয়ে নিতে অস্বীকার করে৷ তবে ফের স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন লকেট৷ একই সঙ্গে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনীকে স্পষ্টতই ফিরে যেতে বলেছেন৷ আরও পড়ুন-Narada Case Update: নারদা মামলায় হাইকোর্টকে চ্যালেঞ্জ, মধ্যরাতে সুপ্রিম কোর্টে সিবিআই

বিধানসভা ভোটের আগেভাগেই তৃণমূল থেকে দল বদলে এক সে বরকর এক হেভিওয়েট নেতারা পদ্ম শিবিরে যোগ দিয়েছেন৷ বিজেপিতে পা রাখতে না রাখতে সবাই কেন্দ্রীয় নিরাপত্তা পেতে তৎপর হয়েছেন৷   শুধু নামী নেতা নন, চুনোপুঁটিরাও যখন কেন্দ্রীয় নিরাপত্তার জন্য হেঁদিয়ে মরছেন তখন দলীয় সাংসদের এহেন সিদ্ধান্ত বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তির বাতাবরণ তৈরি করেছে৷ এই প্রসহ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, কেন্দ্রীয় নিরাপত্তা রাখবেন কি না এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ আমিও এসব চাইনি৷   তবে কেন্দ্রীয় নেতৃ্তী প্রায় জোর করে আমার সঙ্গে নিরাপত্তারক্ষী বহাল করেছে৷ তবে অন্যদল থেকে আসা নেতারাই বেশি করে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য দরবার করছেন৷

উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায়ের ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা বলয় ছিল৷ আজ থেকে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা বহাল করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ এদিকে শোনা যাচ্ছে দলের নিচুতলার কর্মী সমর্থকদের মন জিততেই নিরাপত্তা বলয় ছাড়লেন লকেট৷ কারণ দিল্লির নেতারা লকেটের উপরে বেশি ভরসা করেন, এটা দলের অন্দরে সবাই ভাল চোখে দেখেন না৷ লকেট বিরোধীরা এতদিন চুপসে ছিলেন৷ তবে চুঁচুড়ায় তাঁর পরাজয়ের পর ফের জেগে উঠেছেন৷ সবমিলিয়ে দলের অন্দরে কোণঠাসা হয়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন লকেট৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷