সিবিআই (Photo Credit: PTI)

কলকাতা, ২৪ মে: নারদা কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার অভিযুক্তের ভবিষ্যৎ ফের অনিশ্চিত হয়ে পড়ল৷ আজ সোমবার বেলা এগারোটা নাগাদ কলকাতা হাইকোর্টের গঠিত বৃহত্তর বেঞ্চে নারদা মামলার শুনানি৷ সেই মেগা শুনানিকে চ্যালেঞ্জ জানিয়ে রবিবার মধ্যরাতেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)৷ মূলত নারদা মামলার শুনানি শোনার জন্য কলকাতা হাইকোর্ট যে বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানাতেই সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ এমনকী আজ কলকাতা হাইকোর্টে নারদা মামালার শুনানি যাতে স্থগিত করা যায় তারও আবেদন করা হয়েছে৷ সুপ্রিম কোর্টে যাতে মামলার শুনানি হয়, সেজন্য আজ যথাযথ ব্যবস্থা নেবে সিবিআই৷

গত শুক্রবার কলকাতা হাইকোর্ট নারদা মামালার চার অভিযুক্তকে জেল থেকে মুক্তি দিলেও তাঁদের গৃহবন্দির নির্দেশ দেয়৷ হাইকোর্টের নির্দেশিকা পেয়ে প্রেসিডেন্সি জেল থেকে আগেভাগেই বাড়িতে ফিরেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ শোভন চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে জোর করে আটকে রাখা হয়েছে, এই অভিযগ আনেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ দিনভর বিস্তর জলঘোলার পর শনিবার গোলপার্কের ফ্ল্যাটে ফিরে গেছেন কলকাতার প্রাক্তন মেয়র৷ অন্যদিকে শারীরিক অসুস্থতা জনিত কারণে এখনও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়৷ তবে গতকাল বেশ কয়েকজন টলি অভিনেত্রী দেখা করতে আসায় উডবার্ন ওয়ার্ডের বারান্দা কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল কামারহাটির বিধায়ককে৷  আরও পড়ুন-Cyclone Yaas: ধেয়ে আসছে 'য়াস',বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ৬৭০ কিমি দূরে, প্রস্তুতি জেলায় জেলায়

উল্লেখ্য, গত শুক্রবার নারদা মামালার রায়কে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতবিরোধ হয়৷ বিচারপতি বন্দ্যোপাধ্যায় নারদা মামলায় চার অভিযুক্তের জামিনের পক্ষে মত দেন৷ বিচারপতি বিন্দল চারজনের গৃহবন্দির নির্দেশ দিলেন এই মামলার শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে৷ যদিও সিবিআই-এর সুপ্রিম কোর্টে আবেদনের পর আজকের এই শুনানি বিশবাঁও জলে কি না তা সময় বলবে৷