আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেচেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের (Operation SIndoor) পর এই প্রথম বাংলায় সভা করলেন তিনি। সভা থেকে মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলে রাজ্যে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে আবার প্রধানমন্ত্রীর মন্তব্যে পাল্টা সমালোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পাকিস্তানের জঙ্গিঘাঁটির ওপর হামলার নামকরণ অপারেশন সিঁদুর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই নিয়ে রাজ্য রাজনীতিতে উঠেছে নিন্দার ঝড়।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেন শুভেন্দু অধিকারী
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন, উনি খুন নিকৃষ্টতম রাজনৈতিক মন্তব্য করেছেন। উনি সমস্ত নারী সমাজকে অপমান করেছেন। এবার লড়াইটা আরও কঠিন হবে। প্রধানমন্ত্রী সামনে থেকে লড়বেন। রাষ্ট্রপতির শাসনে রাজ্যে নির্বাচন হলে গুন্ডামি বন্ধ হবে। এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। নির্বাচনের ফলাফল নিয়ে পড়ে ভাবা যাবে। মোদীজি হরিয়ানা, মহারাষ্ট্র এবং ২৭ বছর পর দিল্লি জয় করেছেন। এখন শুধু বাংলা জয় সময়ের অপেক্ষা।
দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal: On CM Mamata Banerjee's remarks, West Bengal assembly LoP and BJP leader Suvendu Adhikari says, "This is a very cheap political statement. This is an insult to all women... This time, the fight will be tough, and PM Modi will be at the front. We… pic.twitter.com/uQVRnzhmgV
— ANI (@ANI) May 29, 2025
আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা
প্রসঙ্গত, আলিপুরদুয়ারের সভা থেকেই বাংলার নির্বাচনে যে কড়া টক্কর হতে চলেছে তার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।