Representational Image (Photo Credits: PTI)

কলকাতাঃ এবার হুগলীর (Hooghly) গোঘাটে বিজেপি নেতার (BJP Leader) রহস্যমৃত্যু।নিজের বাড়ি থেকে হাত,পা বাঁধা অবস্থায় উদ্ধার ঝুলন্ত দেহ। রাজনৈতিক উদ্দেশ্যে খুন বলে দাবি পরিবারের। মৃত বিজেপি নেতার নাম শেখ বাকিবুল্লা (Sheikh Bakibulla)। গোঘাটের বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, শনিবার বাড়ির দোতলার ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। বিজেপি নেতার দু'টি হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছেন বাকিবুল্লার ভাই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।

গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

এই বিষয়ে মৃত বিজেপি নেতার বাবা শেখ আব্দুল্লাহ বলেন, " আমার ছেলে এসিপিএম করত। বর্তমানে জ্বালা-যন্ত্রণায় বিজেপিতে নাম লেখায়। আগেই শাসক দলের আক্রমণের শিকার হয়েছে। আমার দুই ছেলেকে তৃণমূলের ছেলেরা মারল। এরপর থেকে ছোট ছেলে তৃণমূল করে। বড় ছেলেকে হারালাম। আমদের কী হবে এবার!" এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকান্ত বেরার। তিনি বলেন, "বাকিবুল্লা বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। সকলের পাশে থাকতেন। তাঁকে খুন করা হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক।" অন্যদিকে নিহত নেতার পরিবারকে সমবেদনা জানিয়েছেন গোঘাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা।

হাত-পা দড়ি দিয়ে বাঁধা, ঘর থেকে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ