আগেই চারটে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল। এবার দুর্গা পুজো (Durga Puja 2025) উদ্বোধনের পর আরও একটি নোটিশ পাঠানো হল। তবে এবার উদ্যোক্তাদের নয়, বরং মুচিপাড়া থানা থেকে নোটিশ পাঠানো হল লাইট অ্যান্ড সাউন্ড সংস্থাকে। সংস্থার কর্তৃপক্ষকে নথিপত্র নিয়ে থানায় হাজির হতে নির্দেশ দিয়েছে পুলিশ। যার ফলে আবারও বিতর্কের দানা বেধেছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো নিয়ে। দফায় দফায় নোটিশ পাঠানো নিয়ে পুজো বন্ধ করার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পুজো উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
পুলিশের নোটিশ নিয়ে মন্তব্য সজল ঘোষের
এই প্রসঙ্গে তিনি বলেন, নোটিশ এবার আমাদের পাঠায়নি। বরং যিনি লাইট করেছেন তাঁকে পাঠিয়েছে। আর এই মণ্ডপের লাইট এন্ড সাউন্ডের জন্য ভিন্ন ভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে যাঁরা লাইট করেছে তাঁকে নোটিশ পাঠিয়েছে। তাও আবার শব্দদূষণ সংক্রান্ত নোটিশ। তাঁর থেকে নাকি জিএসটি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এভাবে দফায় দফায় বাধা দিলে আমরা প্রোজেকশন বন্ধ করে দিতে বাধ্য হব। ওরা চাইছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে।
দেখুন সজল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: BJP leader Sajal Ghosh says, "We have not received any notice. The person who switched on the lights has not been issued a notice, and the person managing the sound has not received one either. Even the person handling the projection has not been served a… pic.twitter.com/2aOPRRBeEi
— IANS (@ians_india) September 27, 2025
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো
প্রসঙ্গত, চতুর্থীর দিন সকালে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে থেকেই পুলিশের তরফ থেকে একাধিক ইস্যু নিয়ে নোটিশ পাঠানো হয়েছে পুজো উদ্যোক্তাদের। আসলে বিগত কয়েকবছর ধরেই এই পুজো বিতর্কের শিরোনামে রয়েছে। বিশেষ করে যেবার থেকে এই পুজোর দায়িত্ব বিজেপি শিবিরের নেতাদের কাছে গেছে, সেই সময় থেকেই এই পুজো নিয়ে বিতর্ক চলছেই।