![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/11/Rahul-Sinha-380x214.jpg)
কলকাতা, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসে পার্ক সার্কেসের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (BJP leader Rahul Sinha)। দিল্লির শাহিন বাগের (Shahin Bag) মতোই কলকাতার পার্ক সার্কাসে (Park Circus) স্থানীয় মহিলা, শিশু, যুবকরা নাগরিকত্ব আইনের বিরোধিতায় জোরদার প্রতিবাদ চালাচ্ছেন। এই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাকে। প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “পার্ক সার্কাসে যে বাচ্চারা আন্দোলনে আছে, ওরা বিদেশি বাচ্চা (foreign kids)। ওখানে সব বাংলাদেশি মুসলমান (Bangladeshi Muslaims)।” তিনি আরও বলেন,”ওদের ভারত ছাড়তেই হবে। আজাদি স্লোগান এখানে চলবে না। ভারতকে টুকরো করতে চায় যারা, তারা জাতীয় পতাকা হাতে ধরলেই কি সব মেনে নিতে হবে। যত চেষ্টাই করুন, যারা এদেশের নন, তাদের এদেশ ছাড়তেই হবে।"
তবে এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আক্রমণ করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "মমতা ব্যানার্জি দেশবিরোধী কাজ করছেন। যাদবপুরকে ঠিক করতে পারলেন না এখনও। ক্ষমতায় এসে দু’মাসের মধ্যে ওসব ঠিক করে দেব।" আরও পড়ুন: Kolkata Municipal Corporation: প্রজাতন্ত্র দিবসে ভারতের বিকৃত মানচিত্র পোস্ট করে বিতর্কে কলকাতা পৌরনিগম
পার্ক সার্কাসের আন্দোলন নিয়ে রাহুল মন্তব্যের কড়া সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাহুল নিয়ে তাঁর মন্তব্য, “ছোটো স্তরের নেতা। উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। রাহুল সিনহা হলেন টুকরে নেতা। ইডিয়টের মতো মন্তব্য করেছেন তিনি।"