কলকাতা, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতের বিকৃত মানচিত্র (Distorted map of India) ফেসবুকে পোস্ট করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা পৌরনিগমের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল শুভেচ্ছাবার্তাটি। ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার সকালে নিজেদের ফেসবুক পেজে একটি শুভেচ্ছাবার্তা পোস্ট করে কলকাতা পৌরনিগম। মেয়র ফিরহাদ হাকিমের ছবি এবং কলকাতা পৌরনিগমের লোগো সম্বলিত সেই শুভেচ্ছায় লেখা হয়, ‘‘এই প্রজাতন্ত্র দিবস, গাঢ় হোক একতার রঙ!’’ কিন্তু, শুভেচ্ছা বার্তায় ভারতের যে মানচিত্রের ছবি দেওয়া হয়, সেটি বিকৃত। মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর এবং চিনের কব্জায় থাকা আকসাই চিনকে বাদ দেওয়া হয়েছে ভারত থেকে। এই বিষয়টি নজরে আসতেই তুমুল হইচই শুরু হয় নানা মহলে। কয়েক ঘণ্টার মধ্যেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে বিষয়টি নিয়ে। আনন্দবাজার ডিজিটালের খবর অনুযায়ী, মেয়রের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ডেপুটি মেয়র বলেছেন, যদি এমনটা হয়ে থাকে, তা হলে ভুল হয়েছে।
কী ভাবে ঘটল এই ঘটনা? কে তৈরি করলেন এই শুভেচ্ছাবার্তা? মেয়র ফিরহাদ হাকিম বা পৌরনিগমের অন্য কোনও কর্তার চোখে কি ধরাই পড়ল না বিষয়টা? এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে পৌরনিগমের ফেসবুক পোস্টটিকে ঘিরে। বিষয়টি সম্পর্কে জানার জন্য মেয়র ফিরহাদ হাকিমকে একাধিক বার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেছেন, ‘‘যদি এটা হয়ে থাকে, তা হলে ভুল হয়েছে। এ রকম হওয়া উচিত নয়। খতিয়ে দেখছি।’’ আরও পড়ুন: Republic Day 2020: প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবিধান উপহার কংগ্রেসের!
এদিকে এই ঘটনায় আসরে নেমেছে বিরোধীরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তীব্র আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন, ‘‘মিনি পাকিস্তানের প্রবক্তা তো এই ফিরহাদ হাকিমই। তাই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের নির্দেশে মানচিত্রটা বিকৃত করেছেন, কাশ্মীরকে ভারতের মানচিত্র থেকে বাদ দিয়ে দেখিয়েছেন।’’ এতেই থামেননি সায়ন্তন। তাঁর কথায়, ‘‘আমরা বার বারই বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বানানোর চেষ্টা চলছে। এটাও সেই চেষ্টারই অঙ্গ। মমতা ব্যানার্জি তাঁর প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে এ সব করাচ্ছেন।’’ ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছে বামেরাও। বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘ফিরহাদ হাকিম একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি কলকাতার মেয়র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন, ভারতের মানচিত্র নিয়ে কী হচ্ছে! দ্রুত এই ভুলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা তা দেখতে চাই।’’