নতুন দিল্লি, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2020) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) দেশের সংবিধান( Constitution) উপহার দিচ্ছে কংগ্রেস (Congress)। তাও আবার অনলাইনে কিনে। কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়েছে। তাতে আমাজন প্রাইম থেকে কেনা হচ্ছে দেশের সংবিধানের কপি, এই ছবি পোস্ট করা হয়েছে। টুইটে লেখা হয়েছে, "প্রিয় প্রধানমন্ত্রী, খুব শীঘ্রই আপনার কাছে সংবিধান পৌঁছে যাবে। দেশ ভাগ করার সময় থেকে সময় বাঁচলে আপনি দয়া করে পড়বেন।"
এর আগে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা একই রমকের একটি টুইট করেন। তিনি লেখেন, "৭১তম প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা বিচার পাওয়ার জন্য, স্বাধীনভাবে বাঁচার জন্য, সমানতার পথে হাঁটার জন্য লড়াই করার শপথ নিই। আসুন আমরা ভাতৃত্ববোধের শিখা বাঁচিয়ে রাখার শপথ নিই, যাতে সরকার বুঝতে পারে যে সংবিধানের পরিপন্থী কোনও কিছুর বিরোধিতা করা কর্তব্য।" আরও পড়ুন: Nobel laureate Abhijit Banerjee: দেশে থাকলে নোবেল পাওয়া হত না: নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি
Dear PM,
The Constitution is reaching you soon. When you get time off from dividing the country, please do read it.
Regards,
Congress. pic.twitter.com/zSh957wHSj
— Congress (@INCIndia) January 26, 2020
নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধিতা করেছে দেশে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের বক্তব্য, এভাবে কোনও একটি ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া থেকে বঞ্চিত রাখা যায় না। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত রাজস্থান ও পঞ্জাব সরকার বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে প্রস্তাবনা পাস করেছে। বাদ যায়নি কেরালাও। নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত নিপীড়িত সংখ্যালঘু হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী অবৈধ অভিবাসীরা ভারতীয় নাগরকিত্ব পাবেন। আইনে মুসলিমদের জন্য কোনও সুযোগের ব্যবস্থা রাখা হয়নি।