কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Elections 2023) দিন ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু করেছিল। যত সময় গড়িয়েছে তত বেড়েছে মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র ভোটের দিনই হিংসার (violence) বলি হন ১৫ জন। ১১ জুলাই ফলাফল প্রকাশের পরে এতদিন কেটে গেলেও রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও তৃণমূলের সন্ত্রাস চলছে বলে অভিযোগ বিরোধীদের। এর ফলে বিরোধী রাজনৈতিক দলের অনেক কর্মী ঘরছাড়া বলেও তাদের দাবি। বৃহস্পতিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসার (West Bengal Panchayat Poll Violence) জন্য তৃণমূলকে দায়ী করে তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা (BJP leader Rahul Sinha)।
তৃণমূলের সন্ত্রাসের কারণে বহু বিজেপি কর্মী ঘরছাড়া বলে অভিযোগ জানিয়ে রাহুল সিনহা বলেন, "শুধুমাত্র কলকাতা (Kolkata) নয় কয়েক'শো বিজেপি প্রার্থীরা (BJP candidates) বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন (hiding)। তৃণমূলের (TMC) সন্ত্রাসের কারণে তাঁরা নিজেদের বাড়িও ফিরতে পারছেন না। আমি রাজ্যের পরিস্থিতি (situation) স্বাভাবিক করার দাবি (demand) জানাচ্ছি।" আরও পড়ুন: Suvendu Adhikari On Saradha Scam: সারদা দুর্নীতির তদন্ত দ্রুত করার আর্জি জানিয়ে সিবিআই প্রধানকে চিঠি শুভেন্দুর
দেখুন ভিডিয়ো:
#WATCH | Not only in Kolkata, hundreds of BJP candidates are hiding in different places and not able to go to their homes due to TMCs violence (violence during Panchayat elections). I demand to make the situation normal in the state: BJP leader Rahul Sinha on West Bengal… pic.twitter.com/WVo4t3E3Iq
— ANI (@ANI) July 20, 2023