সম্প্রতি বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল 'অপরাজিতা' পাশ করে । আর এই অধিবেশ নারী সুরক্ষায় গাফিলতির কারণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ বাকি বিজেপি মন্ত্রীদের পদত্যাগের দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই বিষয়ে এবার কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, চাপে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন। নাহলে কোনও  কারণ ছাড়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বাকি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ চাইতেন না। এটা সত্যিই হাস্যকর একটি বিষয়। রাজ্যের পরিস্থিতি উনি স্বাভাবিক করতে পারছেন না, এদিকে কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ চাইছেন। উনি এতদিন এইসব বিষয়ে উদাসীন ছিলেন।

অনির্বাণ আরও বলেন, ২০২১ সালে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু রাজ্যের নারী ও শিশুদের সুরক্ষা নিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। যেখানে তিনি এই ধরণের ঘটনার জন্যা রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছিলেন। সেই সঙ্গে ১০০-র বেশি পকসো আইন মামলা ঝুলে ছিল, সেগুলির জন্য বিশেষ আদালত গঠনেরও কথা হয়। এবং এই সমস্ত আদালতগুলি কেন্দ্রের অনুদানেই তৈরি হতো। কিন্তু সেই চিঠির কোনও উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই নিয়ে ভবিষ্যতে কোনও পদক্ষেপও নিতে দেখা যায়নি তাঁকে।