নয়াদিল্লিঃ ৬০ দিন অতিক্রান্ত। আর জি কর কাণ্ডে(RG Kar Rape and Murder Case) এখনও অধরা বিচার(Justice)। ন্যায়বিচার এবং একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে পথে নেমেছেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। রাজ্যজুড়ে উৎসবের মাঝে ধর্মতলায় অবস্থান মঞ্চ আঁকড়ে পড়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে ভয় পেয়েছে মমতার সরকার। এমনটাই মনে করছেন বিজেপি(BJP) নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের হুমকি দিচ্ছেন, পুলিশ বিক্ষোভের অনুমতি দিচ্ছে না। কিন্তু জুনিয়র ডাক্তাররা সেসব উপেক্ষা করে প্রতিবাদ করছেন, সিনিয়র ডাক্তাররাও তাদের সঙ্গে আছেন। এটা সামাজিক সমস্যা। দুর্গাপূজা এসে গিয়েছে বলে সরকার চিন্তিত। এই মুহূর্তে বাংলায় 'পুজোর' কোনো পরিবেশ নেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কাম্য নয়। এই সমাজে ধর্ষকদের কোনও জায়গা নেই" শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার বিতর্কে বিক্ষুব্ধ চিকিৎসকরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে একটি চিঠি লিখেছং বলেও সবশেষে উল্লেখ করেন বিজেপি নেতা।
আর জি কর আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের
VIDEO | "Mamata Banerjee is threatening doctors, police are not giving the permission for protests. But as the junior doctors are protesting, the senior doctors are with them. It is the social problem. They are worried because the Durga Puja has arrived and the protests are… pic.twitter.com/kG60REmcdp
— Press Trust of India (@PTI_News) October 9, 2024