BJP leader Dilip Ghosh (Photo Credit: X)

কলকাতাঃ বুধবার ছিল দিঘার জগন্নাথ মন্দিরের(Digha Jagannath Temple) শুভ উদ্বোধন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। তবে এবার একা নন। সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে জগন্নাথের দর্শন সারেন দিলীপ। তবে শধু জগন্নাথ দর্শনই নয়, দিঘার মাটিতে এক অন্য ছবি দেখেছে রাজ্যবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশেই ছিলেন দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদার। আর এই ফ্রেম যেন বঙ্গ রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে। তবে কি এবার ঘাসফুলে দিলীপ? আলোচনা বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সৌজন্য সাক্ষাৎ নিয়ে বিজেপির অন্দরেও মতবিরোধের সৃষ্টি হয়। তবে রাত কাটতে না কাটতেই সব জল্পনার অবসান ঘটালেন দিলীপ। চেনা ছন্দে চাঁচাছোলা ভাষাতেই দিলেন জবাব।

মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে কী বলছেন দিলীপ ঘোষ?

বৃহস্পতিবার সকালে সৈকত শহরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলায় ক্ষুন্ন হওয়ার মতো কী আছে তিনি বুঝতে পারছেন না। দিলীপের কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলেছি বলে এত কথা? বহু লোক তো তাঁর আশীর্বাদ নিয়ে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে আজ সতী হয়ে গিয়েছে। একদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ছিল তারাও কথা বলবে?" এখানেই শেষ নয়, বিজেপি নেতা আরও বলেন, "দিলীপ ঘোষ চোখে চোখ রেখে কথা বলতেই ভালবাসে। আগেও তাই করেছে এখন তাই করবে। আমার বাড়ির জামাই যদি তৃণমূল করে তবে তার বাড়ি যাবো না? এই রাজনীতি কবে থেকে বিজেপি করছে?" উল্লেখ্য, দিলীপের দিঘা যাওয়া নিয়ে ক্ষভের সুর শোনা গিয়েছিল বিজেপি নেতা ই শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁসহ একাধিক নেতার গলায়। এই প্রসঙ্গে দিলীপ বলেন, "বিজেপি এখন পার্টি নয় দোকানে পরিণত হয়েছে। শুনে রাখুন দিলীপ ঘোষ কখনও কারও কাছে হাত পাতেনি আর আগামীতেও পাতবে না। আপোসহীনভাবেই লড়াই করে এসেছি। আর শেষদিন পর্যন্ত তাই-ই করব।"