কলকাতা, ২৮ মে: বিজেপি নেতা অনুপম হাজরাকে (Anupam Hazra) হাজিরা দিতে বলে নোটিশ পাঠাল গিরিশ পার্ক থানা (Girish Park Police station)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, নোটিশে উল্লেখ রয়েছে সোশাল মিডিয়ায় ভুয়ো ছবি দিয়ে একটি পোস্ট করেছেন অনুপম হাজরা। যা বিদ্বেষ ও প্ররোচনামূলক।
কয়েকদিন আগে ফেসবুকে মুম্বইয়ের ভিডিয়ো পোস্ট করে সেটি খিদিরপুরে বলে দাবি করেছিলেন। কিন্তু ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত করে দেখা যায় ওই ভিডিয়োটি খিদিরপুরের নয়। আদতে সেটি মুম্বইয়ের ভিডিয়ো। এরপরই গুজব ছড়ানোর অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। আজ তাঁকে হাজির হতে বলে নোটিশ পাঠানো হয়। আরও পড়ুন: COVID-19 Recovery Rate: দেশে করোনা থেকে সুস্থতার হার ৪২.৭৫ শতাংশ, বাড়ছে প্রতিদিনই
নোটিশ পাঠানোর বিষয়ে অনুপম হাজরা বলেন, "ঠিক জানি না কী কারণে ডাকা হয়েছে। তবে আমার মনে হচ্ছে করোনার সময় শাসকদলের এত কুকীর্তি প্রকাশ্যে আনা আর সময় সময়ে শাসকদলের রেশনের চাল চুরি সোশাল মিডিয়ায় তুলে ধরাও কারণ।"