দীঘার জগন্নাথ মন্দির (Jagannath Mandir) উদ্বোধনের পর থেকেই বিতর্কের মধ্যে রয়েছে। মন্দির উদ্বোধনের পর প্রসাদ বিতরণ নিয়ে এবার শুরু হয়েছে নয়া বিতর্ক। আসলে রাজ্যবাসীর জন্য এই প্রসাদ বিতরণ করতে সরকারের খরচ হচ্ছে ১০০ কোটি। যা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সমালোচনা শুরু করে দিয়েছে। রাজ্যবাসীর করের টাকা এভাবে নষ্ট করা হচ্ছে কেন, এই নিয়ে প্রশ্ন তুলছে তাঁরা। আর এত টাকা খরচ করেও সঠিকভাবে প্রসাদ বিতরণ হচ্ছে না বলেও অভিযোগ তুলছে বিজেপি নেতৃত্ব।
জগন্নাথ মন্দির নিয়ে মন্তব্য অগ্নিমিত্রা পালের
এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “আমাদের করের টাকা, যেটা সরকারের তহবিলে জমা পড়ছে, সেই টাকা দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। প্রথমত, সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি করা একটা নজিরবিহীন ঘটনা। ফলে এটা মন্দির কখনই নয়। কিন্তু হিন্দু ভোটের জন্য তৃণমূল এটা মন্দির বলে প্রচার করছে। এখন সেই সরকারি টাকা দিয়েই প্রসাদ বিতরণ করা হচ্ছে। জগন্নাথ দেবের প্রসাদ এরকম হয় না। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন ৫৬ ভোগ দেওয়া হয়। এটাই নিয়ম”।
দেখুন অগ্নিমিত্রা পালের মন্তব্য
#WATCH | Kolkata, West Bengal: On Jagannath Dham Digha's prasad controversy, BJP leader Agnimitra Paul says, "Using government funds taken from our taxes, they claim they have built a temple. It is not a temple, but they say it is for the Hindu vote. No government can build a… pic.twitter.com/iIRYij6aOe
— ANI (@ANI) June 26, 2025
বারুইপুরে বিজেপি কর্মীকে মারধর
অগ্নিমিত্রা আরও বলেন, “দীঘার মন্দিরের প্রসাদ আদৌ ভগবানকে নিবেদন করা হচ্ছে না। বিভিন্ন এলাকায় স্থানীয় লোকেরাই এটাকে প্রসাদ বলে বিতরণ করছে। এই গতকাল বারুইপুরে বিজেপির এক কর্মী বিরোধীতা করলে তাঁকে মারধর করা হয়। রাজ্যে কোনও উন্নয়ন নেই, তারপরেও ভোটব্যাঙ্কের জন্য আমাদের টাকা এভাবে নষ্ট করা হচ্ছে”।