কলকাতা, ১২ ফেব্রুয়ারি: দলে থেকে দমবন্ধ হয়ে আসার কারণে আজ রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা করলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। ইস্তফার পর জল্পনা উস্কে দেয় তাঁর বিজেপিতে যোগদানের। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাজীব বন্দোপাধ্যায়, অর্জুন সিং সকলেই তাঁকে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান। বিজেপি সর্বভারতীয় রাজ্য সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন,'শুধু দীনেশ ত্রিবেদিজী নয়, সৎ পথে থেকে কাজ করতে হলে তৃণমূলে থাকা যায় না। উনি যদি বিজেপিতে আসতে চান, তাঁকে স্বাগত।'
‘একবার রেলমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ তিনি অন্তরাত্মা, মনের কথা জানিয়েছেন। উনি দলে এলে স্বাগত জানানো হবে। তৃণমূলে সকলকে দমবন্ধ অবস্থায় থাকতে হয়’, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। আরও পড়ুন, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী
আজ রাজ্যসভায় দাঁড়িয়ে (Rajy Sabha) সাংসদ পদ থেকে নাটকীয়ভাবে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে ইস্তফার কথা জানিয়ে তিনি বলেন, "আমার দলের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এখানে পাঠিয়েছে। দলে এখন দম বন্ধ হয়ে যাচ্ছে। আর চুপ করে থাকতে পারছি না। আমি আজ রাজ্যসভা থেকে পদত্যাগ করছি। আমার রাজ্যে হিংসার ঘটনা ঘটছে। আমরা এখানে কিছু বলতে পারি না। আমার আত্মা আমাকে বলে যে আপনি যদি এখানে বসে কিছু করতে না পারেন তবে আপনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমি মানুষের পক্ষে কাজ চালিয়ে যাব।"
আসন্ন ভোটের মেখে তাঁর হঠাৎ পদত্যাগের কড়া নিন্দা করেন তৃণমূলের সাংসদ সৌগত রায়।