WB Assembly Elections 2021: ‘সকাল থেকে খবর আসছে বিজেপি হারছে,’ মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় (Photo Credits: Social Media)

কালচিনি, ৬ এপ্রিল: আলিপুরদুয়ারে নতুন জেলা বানিয়েছি।এখানে যাদের লিজের জমি ছিল, তারা অনেকেই জমির কাগজপত্র পাচ্ছিল না। আমি তাদের জমির দলিল বানিয়ে দিয়েছি। চা সুন্দরী প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের জন্য ৩ লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। আজও চলছে ভোট। সকাল থেকে খবর আসছে বিজেপি হারছে। হারের খবরে বিজেপি আরও বেশি গুন্ডামি করছে। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে কথা বলছে। জনতা মিথ্যে বলে না। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনী মারছে আমাদের প্রতিনিধিকে, ভোট সমর্থকদের মারছে। এরা এক দিনের অতিথি, কাল চলে যাবে আবার বলছে দেখে নেবে। কমিশনের অধীনে রাজ্যে একের পর এক খুন হচ্ছে। গুন্ডামি করে ভোটে জেতা যায় না। বুদ্ধি দিয়ে হৃদয় দিয়ে মানুষের সমর্থনে ভোটে জিততে হয়। আরও পড়ুন-WB Assembly Elections 2021: তৃণমূল সমর্থকদের পদ্মছাপে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী, টুইটে সরব মমতা

নাড্ডার সভায় লোক হয়নি। তাই দিল্লিতে গিয়ে মিটিং করে ভোট লুটের পরিকল্পনা করছে। রাজ্যের গণতন্ত্রকে ধর্ষণ করছে। এখানে গণতন্ত্র ভূলুণ্ঠিত হচ্ছে কমিশনের চোখের সামনে। ট্রাম্পও মনে হয় এতদূর যায়নি। মোদি এতদূর গেছে। ভোটের দিন আসে আর আমাকে দিদি দিদি বলে ভ্যাঙায়। আমার গুরুত্ব আছে বলে এখানে এসে ভ্যাঙাচ্ছে। পাহাড়ে তৃণমূলের প্রতিনিধিরা জিতে গেলে আপনাদের কাউকে রেশনের দোকানে যেতে হবে না বাড়িতে বিনামূল্যে যাবে রেশন। এই নির্বাচন, দিল্লির নয়। বাংলার নির্বাচন। খেলা হবে, বিজেপি গাড্ডায় যাবে। রাজনৈতিকভাবে বিজেপিকে এখানে কবর দেওয়া হবে। গ্যাস বিনা পয়সে মে দেনা পড়ে গা, নেহি তো ভাগ যাও। বাংলায় এনপিআর, এনআরসি করতে দেব না, লুটতে দেব না।