মমতা বন্দ্যোপাধ্যায়(Photo Credits: Twitter)

কলকাতা, ৬ এপ্রিল: একটি রাজনৈতিক দলের হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এক টুইটবার্তায় কমিশনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে জানান, “কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার চলছেই। উর্দি পরা বাহিনীকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূল প্রার্থীদের ভয় দেখতে কিংবা মানুষকে একটি দলকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করতে। আমরা বারবার এই সব ঘটনা তুলে ধরলেও নির্বাচন কমিশন নীরব দর্শক।” রাজ্যে চলছে তৃতীয় দফার ভোট। এই ভোট চলাকালীন ভোটারদের প্রভাবিত করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। একটি সংবাদ মাধ্যমে গোটা ঘটনাটির ভিডিও দেখানো হয়েছে। সেই ভিডিও শেয়ার করেন মমতা। আরও পড়ুন-WB Assembly Elections: নাবালিকাকে যৌন হেনস্তা, ভোটরক্ষী সেনা জওয়ানকে জুতো পেটা করল জনতা

উল্লেখ্য, দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রামের বয়ালের একটি বুতে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল। দ্বিতীয় দফার ভোটে শুধু নন্দীগ্রামেই ৬৩টি অভিযোগ জমা পড়ে। যদিও মমতার অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন তাঁকে পাল্টা চিঠি ধরায়। বিজেপি যে কেন্দ্রীয় বাহিনীকে ভোটের কাজে ব্যবহার করছে, তা বার বার অভিযোগ করে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিজেপির হয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে টাকা বিলির অভিয়োগ এনেছেন। এবার পদ্মছাপে বোতাম টেপার জন্য ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, টুইটে এমনই অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী। প্রমাণ স্বরূপ জুড়ে দিলেন ঘটনার ভিডিও।