নাবালিকা ধর্ষণের প্রতীকী ছবি (Photo Credits: PTI)

তারকেশ্বর, ৬ এপ্রিল: রক্ষকই ফের ভক্ষকের ভূমিকায়। রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। আজ তৃতীয় দফার ভোট। নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের (Central Force Jawan) বিরুদ্ধে উঠল নাবালিকাকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি তারকেশ্বরের রামনগর এলাকার। এখানকার ১৬৮ নম্বর বুথের অধীনে রয়েচে রামনগর প্রাথমিক বিদ্যালয়। আজ যেহেতু সেখানে ভোট। তাই ওই স্কুলে আটজন জওয়ানের থাকার বন্দোবস্ত করা হয়েছে। সোমবার রাত আটটা স্থানীয় এক নাবালিকা বন্ধুর বাড়িতে বই আনতে যাচ্ছিল। তখনই তাকে একলা পেয়ে চড়াও হয় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। আরও পড়ুন-Google Doodle: 'মাস্ক পরুন জীবন বাঁচান', করোনাভাইরাস প্রতিরোধে গুগলের নয়া ডুডল

অভিযোগ, নাবালিকার মুখ চেপে তাকে লাগোয়া জঙ্গলে টেনে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে। টাকার লোভও দেখানো হয়। কোনওক্রমে অভিযুক্ত জওয়ানে হাত ছাড়িয়ে চিৎকার শুরু করে নাবালিকা। ততক্ষণে এলাকায় ভিড় জমেছে। স্থানীয়রাই জওয়ানের কবল থেকে নির্যাতিতাকে উদ্ধার করে। তারপর অভিযুক্তকে সবাই মিলে জুতো পেটা করে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসলে অভিযুক্ত জওয়ানের শাস্তির দাবি করে বিক্ষোভ দেখানে গ্রামের বাসিন্দারা। তবে বুঝিয়ে সুজিয়ে জনতাকে শান্ত করা হয়। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।