ডায়মন্ডহারবার, ২ এপ্রিল: ডায়মন্ডহারবারে প্রচার চলাকালীন বিজেপি (BJP) প্রার্থী দীপক হালদারের (Deepak Halder) ওপর হামলা। হামলার তির তৃণমূলের (TMC) দিকে। এই ঘটনায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি বিজেপির পক্ষ থেকে। বুকে আঘাত লেগেছে বলে দাবি বিজেপির। তড়িঘড়ি তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আরও ১০ কর্মী আহত বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় পুলিশ এসে পৌঁছয়। এবিপি আনন্দ-র খবর অনুযায়ী, বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আরও পড়ুন, ‘এখানে ভোটে চিটিংবাজি হয়েছে, এমন বাজে নির্বাচন আগে কখনও দেখিনি’, বয়াল থেকে বেরিয়ে বললেন মমতা
#Breaking| BJP candidate from Diamond Harbour Deepak Haldar attacked allegedly by TMC cadres during his campaign. Haldar has suffered serious injuries on his chest. He has been rushed to the hospital. Tension prevails in the area, police at the spot @ZeeNews pic.twitter.com/35MVM1x0wt
— Pooja Mehta (@pooja_news) April 2, 2021
হরিদেবপুর অঞ্চলে প্রচার চলাকালীন লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।