বিজেপির বাংলা বনধকে ঘিরে শহর জুড়ে উত্তেজনা (ছবিঃANI)

কলকাতাঃ বিজেপির(BJP) ডাকে বাংলা বনধের(Bangla Bandh) সমর্থনে রাস্তায় নেমেছিলেম লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। তাঁদের নেতৃত্বেই কলকাতার বুকে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তবে কিছুক্ষণের মধ্যেই শ্যামবাজার থেকে গ্রেফতার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) এবং রাহুল সিনহা(Rahul Sinha)। অন্যদিকে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে পুলিশের গাড়িতে তোলা হয় শমীক ভট্টাচার্যকে। ধরপাকড় করা হয়েছে আরও অন্যান্য কর্মী-সমর্থকদেরও। এ দিন গাড়িতে তোলার পর লকেট বলেন, "এটা জনতার রোষ। যত আটকানো হবে তত মানুষ রাস্তায় নামবেন। রাজনৈতিক, অরাজনৈতিক যত মানুষ ন্যায় বিচার চাইতে রাস্তায় নামবেন তত তাঁদের থামানো হবে কিন্তু বিচার জারি থাকবে।" অন্যদিকে উত্তর কলকাতার মুচিপাড়ায় ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে এই উত্তেজনার আঁচ পৌঁছয় বিজেপি নেতার বাড়ির সামনেও। সজল অনুগামীরা জানান, পুলিশ বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে। এরপর বাড়ির ভিতর থেকে সমাজমাধ্যমে সজল বার্তা দেন, "আমরা হাত জোর করে অনুরোধ করা সত্ত্বেও পুলিশ শোনেনি। আমায়জোর করে  টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু তাঁরা ব্যর্থ হয়। আমার বারি ঘিরে রাখা হয়েছে। আমি বাড়িতেই আছি।" শুধু তাই নয়, সজল আরও লেখেন, "আমি যদি আপনাদের সেবক হই তবে আজ আমার পাশে এসে দাড়ান। অন্যায়ের প্রতিবাদ করুন।"

বিজেপির বাংলা বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল শহর জুড়ে