Biman Bose Hospitalised: তিন দিন ধরে জ্বর বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসুর। তাই কোনরকম ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। সোমবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিমানবাবুকে (Biman Bose)। ৮৪ বছরের বাম নেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে দুশ্চিন্তা শুরু হয়েছে তাঁর অনুরাগীদের। কেমন আছেন বিমানবাবু?
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে তাঁর শরীরের অবস্থা স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তবে জ্বরের পিছনে কোন সংক্রমণ রয়েছে কিনা মঙ্গলবার সেই পরীক্ষা করে দেখা হবে। রক্ত পরীক্ষার পরেই নিশ্চিত করে কিছু বলা যাবে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানাচ্ছেন, তিন দিন ধরে জ্বর ছিল বিমানবাবুর। সেই জ্বর উপেক্ষা করেই উত্তরবঙ্গে কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। সোমবার রাতে ফেরার পর জ্বর আরও বারে। তাঁর বয়স নজরে রেখে কোনরকম ঝুঁকি না নিয়েই সেই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
দলিয় সূত্রে খবর, মালদা থেকে ফিরে অসুস্থ বোধ করলেও বিমান বসু হাসপাতালে ভর্তি হতে চাননি। আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরে তাঁর চিকিৎসা হোক, এমনটাই চেয়েছিলেন তিন। তবে দলীয় সদস্যরা অনেক বুঝিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির বিষয়ে রাজি করান।