Road Accident (Photo Credit: X)

সাতসকালে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মা ফ্লাইওভারে। চিংড়িঘাটা থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে একটি বাইক সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। আর সেই ধাক্কায় ওপর থেকে নিচে পড়ে দুই যুবক। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশসূত্রে খবর, নিচে পড়েও কিছুক্ষণ বেঁচে ছিলেন দুজনে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর শোকস্তব্ধ যুবকদের পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ মা ফ্লাইওভারের গার্ডওয়ালে ধাক্কা মেরে পরমা আইল্যান্ডের সামনে পড়ে দুই যুবক। পুলিশসূত্রে খবর মৃত যুবকের একজনের নাম দানিশ আলম (১৮) এবং অপরজন হলেন আনিস রানা (১৯)। এরা দুজনেই বউবাজারের বাসিন্দা। এদিন সকালে দানিশ তাঁর দাদার বাইক নিয়ে বেরিয়ে ছিলেন। পার্ক সার্কাসের উদ্দেশ্যে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, মা ফ্লাইওভাবে বাইক দুর্ঘটনার খবর নতুন নয়। প্রায়শই বেপড়োয়া গতির বলি হন অনেকে। কয়েকমাস আগেও এই উড়ালপুল থেকে পড়ে মৃত্যু হয়ছিল এক যুবক।