প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতাঃ লক্ষ্মীবারে (Thursday)আরও কিছুটা সস্তা হল সোনা (Gold)। আজ, ১৫ মে সোনার দামে (Gold Rate Today) বিরাট পতন। সুদূর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিল আজ সোনার দাম। সম্প্রতি যে হারে বেড়েছিল সোনার দাম, তার সঙ্গে তুলনা করলে বলা যায় আজ, জলের দরে বিকচ্ছে সোনা। কিনতে যাওয়ার আগে ঝটপট চোখ বুলিয়ে নিন আজকের রেট চার্টে।

রেকর্ড হারে কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আজ, ১৫ মে বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৬,১০০ টাকা। গতকাল দাম ছিল ৮৮,০৫৫ হাজার। বেচতে গেলে এই সোনার দাম পাবেন ৮৩,৪৯০ টাকা। এদিকে আজ, শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৩,৯৩০ টাকা। গতকাল যার দাম ছিল ৯৬,০৬০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭১,০৫৫ টাকা। উল্লেখ্য, গত কয়েক মাসে রেকর্ড বেড়েছে সোনার দাম। আমেরিকা-চিন শুল্কযুদ্ধের আবহে চড়চড়িয়ে বেড়েছে সোনার দামের পারদ। বৈশাখ মাস বাঙালির অন্যতম বিয়ের মাস। আর বিয়ের মরশুমে সোনার দাম এই হারে বেরে যাওয়ায় মাথায় হাত ক্রেতাদের। একই সঙ্গে ঘুম উড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় ভাটা পড়েছে। এপ্রিলের শেষের দিকে ১ লক্ষের গণ্ডি ছুঁয়েছিল সোনা। তার থেকে এখন দাম অনেকটাই কমেছে।

আজ গয়না কিনলে ঠকবেন না, কেনার আগে চোখ বুলিয়ে নিন রেট চার্টে