কলকাতা, ৫ অগাস্ট: রাজনৈতিক মহলে করোনার হানা, করোনাভাইরাসে প্রাণ হারালেন বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসু (Subhas Bose)। মারণভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লড়ছিলেন সুভাষবাবু। কখনও করোনাভাইরাস (Coronavirus) সম্পর্কে সচেতনতা গড়ে তোলা কিংবা কখনও আবার লকডাউনে কাজ হারিয়ে ফেলা গরিব মানুষদের মুখে খাবার তুলে দেওয়া। সমস্ত কাজ নিজে রাস্তায় দাঁড়িয়ে দেখভাল করতেন সুভাষবাবু। এমন একজন দায়িত্ববান কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।
মমতা ব্যানার্জির টুইট-
Saddened at the demise of our colleague and councillor of Ward 6, Bidhannagar Municipal Corporation, Subhash Bose. One of the many brave souls who risked his life while working in the frontline. My condolences to his family, well wishers and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2020
২৪ জুলাই গুরুতর অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুভাষ বসু। জ্বর এবং শ্বাসকষ্ট-সহ করোনা উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসতেই শুরু হয় চিকিৎসা। দিনকে দিন তাঁর অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি! ৫ অগাস্ট অর্থাৎ বুধবার হাসপাতালেই শেষনিশ্বাস ত্যাগ করেন সুভাষ বসু।