রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Photo: Facebook)

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। গতকাল করোনা পরীক্ষা হয় বিদ্যুৎমন্ত্রীর। আজ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি লেখেন, "আমি করোনা পজেটিভ। আপাতত হোম আইসোলেশনে রয়েছি। বিগত সাত দিনে আমার সংস্পর্শে আসা প্রত্যেককেই নিজেদের পরীক্ষা করান।"

পরিবার সূত্রের খবর, দিন তিনেক আগে এসএসকেএম হাসপাতালে ইনজেকশন নিতে গিয়েছিলেন মন্ত্রী। মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন। নিজের বাড়ির পাশাপাশি পুজো করেন তৃণমূল ভবনেও। মঙ্গলবার রাত থেকেই শোভনবাবুর অসুস্থতা শুরু হয়। বুধবার করোনা পরীক্ষা করান তিনি। আরও পড়ুন: Amit Shah In Bengal LIVE Updates: কপিল মুনির আশ্রমে পুজো দিলেন অমিত শাহ

শোভনবাবুর করোনার মৃদু উপসর্গ থাকলেও উদ্বেগের কোনও কারণ নেই। শ্বাসকষ্টের কোনও সমস্যা নেই। অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক। ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনের নিজের বাড়িতেই আইসোলেশনে থাকছেন মন্ত্রী।