কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: রাজ্যে বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah)। বুধবার রাতেই কলকাতায় পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার উড়ে যাচ্ছেন গঙ্গাসাগরে। সেখানে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে হেলিকপ্টারে আসবেন কাকদ্বীপ। বেলা ১২টা ৪৫ মিনিটে নামখানার ইন্দিরা ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ। এরপর সেখানে জনসভা করে দুপুর ২ টো নাগাদ নামখানার এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন। ২ টো ৪৫ মিনিট নাগাদ স্থানীয় শ্মশান কালী মন্দির থেকে শুরু হবে অমিত শাহের রোড শো। এদিন ৪ টা ৪৫ নাগাদ তিনি যাবেন অরবিন্দ ভবনে।
লাইভ আপডেট:
নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করলেন অমিত শাহ
কপিল মুনির আশ্রমে পুজো দিলেন অমিত শাহ
গঙ্গাসাগর পৌঁছলেন অমিত শাহ
West Bengal: Union Home Minister Amit Shah at Gangasagar, South 24 Parganas
He will launch Poribortan Yatra at Indira Maidan, South 24 Parganas today pic.twitter.com/mE4cUGIsCt
— ANI (@ANI) February 18, 2021
ভারত সেবাশ্রম সংঘে গেলেন অমিত শাহ। স্বামী প্রণবানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান তিনি। আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহকে বেশ কিছু উপহার দেওয়া হয় আশ্রমের তরফে।
West Bengal: Union Home Minister Amit Shah offers prayers at Bharat Sevashram Sangha at Rash Behari Avenue pic.twitter.com/tYyQkPAIFc
— ANI (@ANI) February 18, 2021
গঙ্গাসাগর থেকে কপ্টারে করে নামখানায় পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নামখানায় রথযাত্রার সূচনা স্বরাষ্ট্রমন্ত্রীর
২১-র নির্বাচনী লড়াই বিজেপির কার্যকতা এবং তৃণমূলের সিন্ডিকেটের মধ্যে লড়াই
বিজেপি বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করবে। এই পরিবর্তন যাত্রা বাংলা মা-বোনেদের রক্ষার জন্য
২১-র নির্বাচনে ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকেই উৎখাত হবে তৃণমূল সরকার, প্রতিটি কেন্দ্রে ব়্যালি করবে বিজেপি
কাটমানি সংস্কৃতি রুখতে এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে আর সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই চলবে
আম্ফান ঘূর্ণিঝড়ের পর কেন্দ্রের তরফে যে সাহায্য এসেছে, তা তৃণমূলের সিন্ডিকেট বাজেয়াপ্ত করেছে
বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তৈরি হবে সপ্তম বেতন কমিশন
রাজ্যের সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে
ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে
গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে
চব্বিশ পরগনাকে সি ফুড প্রসেসিং হাব হিসেবে গড়ে তোলা হবে
ভাইপো-র কল্যাণ ছাড়া তৃণমূলের আর কোনও লক্ষ্য নেই
তৃণমূল গুন্ডাদের হাতে ১৩০ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন
বাংলার মানুষ কী তৃণমূলের গুণ্ডাদের ভয় পাচ্ছেন? নিশ্চিন্তে সকলে ভোট দিতে পারবেন
যারা বাংলার গরিব মানুষের টাকা ছিনিয়ে নিচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে এসমস্ত সবকিছু বন্ধ হয়ে যাবে, মহিলারাও থাকবেন নিশ্চিন্তে
It is not our aim to bring BJP govt after removing Mamata Banerjee's govt. Our goal is to ensure that there is a change in the situation in West Bengal, a change in the situation of the poor of the state, a change in situation of women of the state: Union Home Minister Amit Shah https://t.co/UWJ5XDkv0a— ANI (@ANI) February 18, 2021
জয় শ্রী রাম ধোনি নিয়ে ঘরে ঘরে যাব, এতে অপমান হওয়ার কিছু নেই
রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে হলে বিজেপি সরকারকে আনতেই হবে ক্ষমতায়
চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত নতুন করে শুরু হবে
কংগ্রেস, বাম, তৃণমূলকে তো আপনারা সুযোগ দিয়েছেন একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন
মোদিজিকে একবার ক্ষমতায় নিয়ে আসুন আমরা ৫ বছরের মধ্যে বাংলাকে সোনার বাংলায় পরিণত করব
ভোটের হিসেবনিকেশে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০১৯ সালের লোকসভা ভোটে এই জেলার চারটি আসনেই দাঁত ফোঁটাতে পারেনি বিজেপি। বিধানসভা ভিত্তিক ফলে দেখা যাচ্ছে, ৩১টি বিধানসভা কেন্দ্রেই এগিয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। তাই নীল বাড়ির ক্ষমতা দখলে রাখতে এ বারও সে রকম ফলেরই পুনরাবৃত্তি চাইছে শাসক দল। মমতা-অভিষেক কেউই এখানে বিজেপি-কে জায়গা ছাড়তে নারাজ। এদিকে নামখানায় অমিত শাহর সভাস্থলের কাছেই এসএফআইয়ের ব্যানার। ওমিট অমিত শাহ, প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির দাবিতে ব্যানার লাগানোর পাশাপাশি, রাস্তায় চক দিয়ে লেখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাম ছাত্র সংগঠনের দাবি। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।