মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: “মা-মাটি-মানুষ হিতে” পরিচিত স্লোগানের সঙ্গে ততধিক জনপ্রিয় একটি সিংহলি গানের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন নিশ্চয়৷ পাবেনই তো, ইওহানি ডি-সিলভার গাওয়া “মানিকে-মাগে-হিতে”-র বঙ্গানুবাদ গেয়ে সাড়া ফেলে দিয়েছেন মেদিনীপুরে বাবা-মেয়ে ৷ এঁরা হলেন রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা৷ বাংলা গানটিতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বন্দনা রয়েছে৷ তিনি যে নিজের কাজের মাধ্যমে দেশে বিদেশে বাংলাকে জনপ্রিয় করে তুলেছেন, তাই ব্যক্ত হয়েছে গানের পরতে পরতে৷ এই পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়েক উৎসর্গ করেই এই গান বাবা-মেয়ে গেছেন৷ বাবা একজন সমাজকর্মী৷ তবে মেয়ে অপরাজিতার এটিই প্রথম গাওয়া কোনও গান, যেটি রেকর্ড হল৷ আরও পড়ুন-Dilip Ghosh: ‘অভিজ্ঞতার বলে কেন্দ্রের দায়িত্ব পেলাম, তবে বাংলার জন্য লড়াই জারি থাকবে’
কয়েকদিন হল রাজেশবাবু ও অপরাজিতার দ্বৈতকণ্ঠে গাওয়া “মা-মাটি-মানুষ হিতে” সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে৷ ইতিমধ্যেই নেটিজেনরা গানটিকে আপন করে নিতে শুরু করেছে৷ হু হু করে বাড়ছে রিচ৷ ভিউয়ার্সের সংখ্যাও ঊর্ধ্বমুখী৷ আসছে পুজোয় সিংহলি সুরে মমতার জয়গান যে সুররসিকদের মন মাতাবে, তাতে কোনও সন্দেহ নেই৷ বাকিটা শুধু সময় বলবে৷