Piloo Bhattacharya Dies: সাতসকালে দুঃসংবাদ, প্রয়াত সংগীত শিল্পী পিলু ভট্টাচার্য
পিলু ভট্টাচার্য(Photo Credits: Social Media)

কলকাতা, ২০ আগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সংগীত শিল্পী পিলু ভট্টাচার্য্য(Piloo Bhattacharya)৷ সময়ের বহু আগেই চলে গেলেন পিলু, এনিয়ে বাংলা সংগীত জগতের তাঁর সতীর্থদের আক্ষেপের সীমা নেই৷ শুক্রবার কাকভোরে বাবার মৃত্যুর খবর দিলেন ছেলে ঋতর্ষি ভট্টাচার্য্য৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী পিলু ভট্টাচার্য্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন৷” ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন পিলুবাবু৷ শুধু গান নয় খেলাতেও ছিল সমান আগ্রহ৷ ফুটবলের ঈশ্বর মারাদোনার সামনেও গান গেয়ে তাঁর প্রশংসা জিতে নিয়েছিলেন তিনি৷ ২০১৯-এ  ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি বাংলা হিন্দি দুই ভাষাতেই গেয়ে তাক লাগিয়ে দেন পিলু ভট্টাচার্য্য৷

জীবনের শুরুতে কেরিয়ার গড়তে তাঁকেও সংগ্রাম করতে হয়েছে৷ তবে ২০০৭ সালে ‘রাধামাধব’ অ্যালবামটি করার পর আর জনপ্রিয়তার জন্য হাক্লান্ত হয়ে ছুটতে হয়নি৷ মৌলিক গানের অ্যালবামের পাশাপাশি বাংলা ছায়াছবির গান গেয়েও জনপ্রিয়তা পেয়েছেন পিলু ভট্টাচার্য্য৷ বুকে ব্যথা নিয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ সম্প্রতি সুস্থ হলে বাড়ি ফেরেন৷ বৃহস্পতিবার রাতে ফের বুকে ব্যথা শুরু হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়৷ তবে পথেই মৃত্যু হয় এই শিল্পীর৷  আরও পড়ুন-West Bengal Monsoon: জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভাসছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গও বৃষ্টি মুখর

পিলু ভট্টাচার্য্যের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে টলিউডে৷ সতীর্থ শিল্পী রিঙ্গো, জোজো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন৷