প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নাবালিকা মাঝে কেটে গিয়েছে বছর থানায় নিখোঁজ ডায়েরি (Missing Diary) করে মেয়ের আশায় পথ চেয়ে বসেছিল বর্ধমানের এক পরিবার অবশেষে বছর পর নাবালিকাকে উদ্ধার করল সিবিআই জানা গিয়েছে, ওই নাবালিকাকে অপরহরণ করে বিক্রি করে দেওয়া হয় রাজস্থানের পালি থেকে উদ্ধার করা হয়েছে তাকে এই ঘটনাইয় জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ

২ বছর ধরে নিখোঁজ, অবশেষে খুঁজে পাওয়া গেল নাবালিকাকে

জানা গিয়েছে, ওই নাবালিকা বর্ধমানের বাসিন্দা ২০২৩ সাল থেকে নিখোঁজ সে ২০২৩ সালের ৯ অগস্ট টিউশন পড়তে যাওয়ার নামে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে মেয়ের সন্ধানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি মামলা নথিভুক্ত হয় তদন্ত ফলপ্রসূ না হওয়ায় নাবালিকার মায়ের আবেদনে মামলাই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় টানা দু'বছর ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা করে তদন্তকারীরা অবশেষে তাকে উদ্ধার করল সিবিআই দু'বছরে নারকীয় অত্যাচারের শিকার সে অপহরণ করে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ দু'বার হাত বদল করে শেষ পর্যন্ত রাজস্থানে গিয়ে পৌঁছয় ওই নাবালিকা অবৈধ ভাবে তাকে দু'বার বিয়েও দেওয়া হয় বলে অভিযোগ এই গোটা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিলীপ কুমার, ভরত কুমার, মেনা দাপুবেন, জগদীশ কুমার রতা রাম নামে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

২ বছর পর খোঁজ মিলল বর্ধমানের নিখোঁজ নাবালিকার