Kolkata: করোনা আক্রান্ত স্বরুপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল
স্বরুপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল (Photo: Facebook)

কলকাতা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের আরও এক বিধায়ক করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন। উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের সভাধিপতি ও স্বরুপনগরের বিধায়ক বীণা মণ্ডল (Bina Mondal) করোনায় আক্রান্ত হলেন। হোম কোয়ারান্টিনে রয়েছেন তিনি। জানা গেছে, ১ সেপ্টেম্বর স্বরূপনগর ব্লকের চারঘাট অঞ্চলে ইছামতী সংস্কারের জন্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সভাধিপতি বীণা মণ্ডল ও অন্যন্য পুলিশ আধিকারিক ও কর্মীরা গেছিলেন নদী পরিদর্শনে। করোনা আক্রান্ত হয়ে খাদ্যমন্ত্রী কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, বিধায়ক বীণা মণ্ডলের লালারসের পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। আরও পড়ুন: Kolkata Metro: ১৪ সেপ্টেম্বর থেকে ছুটবে কলকাতা মেট্রো, NEET পরীক্ষার্থীদের জন্য ১৩ সেপ্টেম্বর বিশেষ পরিষেবা

বীণা মণ্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্পর্শে আসা বিডিও, পুলিশ আধিকারিক, জেলার সেচ দফতরের আধিকারিকরা হোম কোয়ারান্টিনে রয়েছেন। তাঁদের লালারস ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।