Rajib Banerjee Sings Patriotic Song Galwan Heroes: লাদাখের গালওয়ানে শহিদ জওয়াদের শ্রদ্ধা জানিয়ে গান মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের
মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Photo: Facebook)

কলকাতা, ২৫ জুন: লাদাখের (Ladakh) গাালওয়ান ভ্যালিতে (Galwan Valey) ভারতীয় সেনা জওয়ানের রক্তে ভিজেছে মাটি। চিনা সেনার অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। সেই জওয়ানদের প্রতি গাান গেয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ‘হিন্দুস্তান মেরি জান’ গানটিতে গালওয়ান (Galwan) সীমান্তে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ‘প্রতিবেশী শত্রু’ পক্ষের কাছে দেশের শক্তিও সুরের মাধ্যমে তুলে ধরেছেন তিনি। আর শুধু গানই নয়, খুব সীমিত সময়ের মধ্যে তৈরি করা হয়েছে একটি পূর্ণাঙ্গ মিউজিক ভিডিয়ো। যেখানে কখনও শহিদ কর্ণেল সন্তোষবাবু, জওয়ান, রাজেশ ওরাংয়ের ছবি ভেসে উঠেছে, আবার কখনও বা যুদ্ধক্ষেত্র, কুচকাওয়াচের ফুটেজ দেখানো হয়েছে। গানের কথা ও সুর দিয়েছেন সুজয় গোস্বামী।

রাজ্যের বন মন্ত্রী বলেন, "দেশের জন্য একজন সেনার নিঃস্বার্থ ত্যাগ কখনই ভোলা যায় না বা তাঁকে ফিরিয়ে দেওয়া যায় না। তাঁদের সাহস প্রতিটি ভারতীয়র সেলামের দাবিদার। আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এটি একটি ছোটো প্রচেষ্টা। এটি আমার জন্য একা গান নয়, আমাদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি অনুভূতি ছিল, যদিও এটি খুব ছোট একটি প্রচেষ্টা।" আরও পড়ুন: West Bengal: মেয়েকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মাকে ছাদ থেকে ফেলে খুন, কাঠগড়ায় তৃণমূল নেতা

গালওয়ানে ২০ জন শহিদের মধ্যে দু'জন পশ্চিমবঙ্গের। বীরভূমের রাজেশ ওরাং এবং আলিপুরদুয়ারের বিপুল রায়। রাজ্য সরকার উভয় পরিবারের জন্য পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছে। মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সাহসি সেনাদের মৃত্যুর ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।