Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ৩ ফেব্রুয়ারি: রেড রোডের ধরনা মঞ্চে মনরেগা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বড় ঘোষণা। একশো দিনের কাজের শ্রমিকদের প্রাপ্য পাওনা মেটাবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার৷ ১০০ দিনের কাজে কেন্দ্র সরকার টাকা না দিলে, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA-স্কিমে) মোট ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে মমতা সরকার। MGNREGA স্কিম নিয়ে মমতার ঘোষণা আগামী ২১ ফেব্রুয়ারি বাংলার ২১ লক্ষ শ্রমিক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে৷

রেড রোডের ধরনা মঞ্চ থেকে মমতা বলেন, " ২৫ মাস ধরে টাকা আটকে রেখেছে কেন্দ্র। গত দু'বছরে আমাদের একটা টাকাও দেয়নি ওরা। কেন্দ্রীয় সরকার ভাবছে ভাতে মারবে। অথচ আমরা ১৯ লক্ষ শ্রম দিবস তৈরি করেছি৷ আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই? লড়াই তো চলছে। আগামী ২১ ফ্রেব্রুয়ারি রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা দেবে। ব্যাঙ্কে সরাসরি চলে যাবে। এটা আমাদের প্রথম পদক্ষেপ৷ আবাসনেরটা পরে বলব। আমরা ভিক্ষা চাই না।"

দেখুন ভিডিয়ো

এরপর মমতা ঘোষণা করেন, সংখ্যালঘুদের বাড়ি প্রথমে বানিয়ে দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে মমতা বলেন, আবাসনের ১১ লক্ষ 'ক্লিয়ার করেও করেনি'। মমতা জানান, 'আবাসনেরটা আমি আজকে বলব না। সঠিক সময়ে বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।'