রাজ্যে উপনির্বাচনেও গেরুয়া ঝড় : ভাটপাড়ায় মদনকে হারানোর পথ অর্জুন পুত্র, ৪টি আসনে এগিয়ে বিজেপি
মদন মিত্র ও অর্জুন সিং

কলকাতা ২৩ মে: নোটবন্দি, রাফাল কেলেঙ্কারি, জিএসটি বিজেপির জয়ের পথে কাঁটা ফেলতে পারল না। তড়তড়িয়ে এগিয়ে চলেছে গেরুয়া শিবির। বাংলার তৃণমূল আচ্ছাদিত রাজনৈতিক প্রাঙ্গণেও গেরুয়ার জয়জয়কার। বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। বিধানসভার উপনির্বাচনেও তারই রেশ। মদন মিত্রকে (Madan Mitra)পিছনে ফেলে ভাটপাড়ায় এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী তথা অর্জুন পুত্র পবন সিং। সবমিলিয়ে আটটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে। এরমধ্যে লিডেই রয়েছে বিজেপি, চারটি কেন্দ্র ভাটপাড়া, দার্জিলিং,  হবিবপুর ও কৃষ্ণগঞ্জে গেরুয়া চমক বাড়ছে। অন্যদিকে নওদা, উলুবেড়িয়া পূর্ব এবং ইসলামপুর-এ এগিয়ে রয়েছে তৃণমূল। একমাত্র কান্দি বিধানসভা উপনির্বাচনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

ফিরে আসি ভাটপাড়া উপনির্বাচন প্রসঙ্গে। মাস দুয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বারাকপুর কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন অর্জুন সিং। স্বাভাবিক ভাবেই ভাটপাড়ার বিধায়কের আসনটি শূন্য হয়ে গিয়েছিল, গত রবিবার ১৯ তারিখে শেষ দফার নির্বাচনের দিনই ছিল ভাটপাড়ার বিধানসভা ভোট। ভোটের আগের দিন খেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এয়েন পবন সিং বনাম মদন মিত্র নন, ভোটের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অর্জুন সিং। দুই পক্ষেরই সম্মান রক্ষার লড়াই। ক্ষমতায় জিততে তাই অশান্তির মুক্তাঞ্চলে পরিণত হয় কাঁকিনাড়া ভাটপাড়া এলাকা। যেকোনও মুহূর্তে গ্রেপ্তারির ভয়ে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে আবেদনও করেন অর্জুন। আগামী ২৮ মে পর্যন্ত তাঁকে গ্রেপ্তার কতে পারবে না রাজ্য পুলিশ। এরপরেই দেখা যায় মদন মিত্র ফেসবুক লাইভে কাঁকিনাড়া ভাটপাড়ার অশান্তির জন্য অর্জুনকেই(Arjun Singh) দায়ী করেছে। একইসঙ্গে নরমে গরমে অশান্তি বন্ধ করার অনুরোধও করেছেন। এতকিছুর পরেও সেই পাড়ার লোককেই গুরুত্ব দিয়েছে ভাটপাড়া। তাই মদন মিত্র নয়, উপনির্বাচনে অর্জুন পুত্র পবন সিংই(Paban Singh) এগিয়ে রয়েছে।

এই প্রসঙ্গে অর্জুন মনে করেন, ছেলে পবনই ভাটপাড়া বিধানসভা দখলে রাখবে, চেয়েও দাঁত পোটাতে পারবে না তৃণমূল। এককথায় ভাগ্য সুপ্রসন্ন থাকলে লোকসভায় বাবা অর্জুন আর বিধানসভায়(By election) ছেলে পবন জয়ী হচ্ছে। ভাটপাড়ায়(Bhatpara) তাই জোড়া জয়ের উদযাপনে চলছে তোড়জোর।