২০২৬ বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। তাই সেই অর্থ এটাই ছিল মমতা বন্দোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট। তৃণমূল স্তরের সংগঠন ও গ্রামাঞ্চলে তৃণমূলের ভোটের ভিত্তি আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাই গত মাসেই জেলা সফরে বেরিয়ে তাঁদের সুখবরের আশা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্য বাজেটেও (State Budget) সেই কথা রাখলেন তিনি। আজ  (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময় বিধানসভায় পেশ হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। আর সেই বাজেটে রাজ্যের আশা এবং আইসিডিএস কর্মীদের জন্য দারুন সুখবর দিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।প্রতিশ্রুতি মতোই আজ অধিবেশন থেকে জানানো হল আশা এবং আইসিডিএস কর্মীদের ফোন দেবে রাজ্য সরকার। তার জন্য মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য। আজ বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন ৭০,০০০ আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)