বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Photo: FACEBOOK)

বালুরঘাট, ১৩ সেপ্টেম্বর: করোনা (Coronavirus) আক্রান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (MP Sukanta Majumdar)। রয়েছেন হোম আইসোলেশনে। ফেসবুক পোস্টে নিজেই এই খবর জানান সাংসদ। সংসদর বাজেট অধিবেশনের আগে সাংসদদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। তাই নির্দেশ মেনে করোনা পরীক্ষা করান সুকান্তবাবু। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

ফেসবুকে বালুরঘাটের বিজেপি সাংসদ লেখেন, "সংসদ অধিবেশন শুরুর আগে নির্দেশ অনুসারে কোভিড টেস্ট করার পর আজ রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ১০ দিনের সেল্ফ আইসোলেশনে আছি। আমি প্রত্যেককে অনুরোধ করছি, গত সাত দিনে আমার সাথে যারা সংস্পর্শে এসেছিলেন অনুগ্রহ করে আপনারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।" আরও পড়ুন: IANS C Voter Covid-19 Tracker: করোনা পরিস্থিতি ভালোভাবে পরিচালনা করছে মোদি সরকার, মনে করেন দেশের ৭৫.৮ শতাংশ জনগণ

আগামীকাল ১৪ সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশন শুরু। তার অন্তত ৭২ ঘণ্টায় সাংসদদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানালেন স্পিকার ওম বিড়লা। সাংসদদের পাশাপাশি যাঁরা সংসদ চত্বরে ওই সময় প্রবেশ করবেন, সকলেরই করোনা পরীক্ষা করানো হবে। বিভিন্ন মন্ত্রকের আমলা, সাংবাদিক, সংবাদ মাধ্যমের কর্মী, লোকসভা, রাজ্যসভার কর্মীদেরও করোনা পরীক্ষা করানো হবে বাদল অধিবেশন শুরুর আগে।