বেলঘরিয়ায় (Belgharia) শুটআউট। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলল একের পর এক গুলি। বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছে ওই ব্যবসায়ীর। জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীকে প্রাণে মারার জন্যেই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। টানা আট রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়ী গাড়িতে পাঁচটি বুলেটের দাগ মিলেছে।
শনিবার দুপুরে পেশায় মোটরগাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডল বেলঘরিয়ার রথতলা মোড় দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। এমন সময়ে বাইকে চেপে তিনজন দুষ্কৃতী অজয়ের কালো রঙের ভলভো গাড়িকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুঁড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দেন ব্যবসায়ী। ভরদুপুরে গুলি চালানোর ঘটনায় রথতলা মোড় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় এবং পথচারীরা প্রাণের ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। ততক্ষণে বাইক ছুটিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যবসায়ীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, দুষ্কৃতীদের গুলিকাণ্ডের পিছনে রয়েছে আর্থিক যোগ। তোলাবাজরা কয়েকদিন ধরেই অজয়বাবুর থেকে টাকা চাইছিল। বার বার ফোন করে উতক্ত্য করছিল। কিন্তু ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করে দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে তারা।