![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2024/03/84-1-380x214.jpg)
সন্দেশখালি, ২৬ মার্চঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ঘোষণা হওয়ার আগে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে রাজ্য রাজনীতি একপ্রস্থ উত্তাল হয়ে গিয়েছে। সেই বিতর্কিত বসিরহাট (Basirhat) কেন্দ্র থেকে এবার বিজেপি (BJP) প্রার্থী করেছে রেখা পাত্রকে (Rekha Patra)। যিনি সর্বপ্রথম সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। সন্দেশখালিতে মহিলাদের বিরুদ্ধে শাহজাহান বাহিনীর নির্যাতন নিয়ে প্রথম এফআইআর দায়ের করেন রেখাই। তাঁর এফআইআর-এর ভিত্তিতেই গ্রেফতার হয়েছিল শিবু হাজরা, উত্তর সর্দাররা। এক কথায় বলা চলে, সন্দেশখালির নিপীড়িত, নির্যাতিত মহিলাদের ভয়কে জয় করার পথ দেখিয়েছিলেন এই গৃহবধূ।
আরও পড়ুনঃ মমতার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন দিলীপের, কড়া ভাষায় নিন্দা তৃণমূল প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদের
রেখার সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নমোর সঙ্গে ফোনালাপ হতেই সাংবাদিক বৈঠক ডাকলেন বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে তুললেন একের পর এক বিস্ফোরক অভিযোগ। ভোট চুরি থেকে শুরু করে ভোট দিতে না দেওয়া, দলীয় কর্মীদের দিয়ে ভোট দেওয়ানো। বললেন, সন্দেশখালির মা-বোনেদের ভোট দিতে যেতে দেওয়া হত না। তাঁরা ভোট দিতে গেলে বাড়ির পুরুষদের মারধর করত তৃণমূলের গুণ্ডারা।
দেখুন সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রের প্রথম সাংবাদিক বৈঠক...
Rekha Patra, BJP candidate from Basirhat talks to media after the call with PM Modi. pic.twitter.com/emAIjtGoJi
— IANS (@ians_india) March 26, 2024
তাঁর আরও অভিযোগ, বিজেপির ঘরে ভোট যাওয়ার ভয়ে তৃণমূলের কর্মীরাই গ্রামবাসীর হয়ে ভোট দিয়ে দিত। পরে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের আঙুলে কালি লাগিয়ে যেত তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, সন্দেশখালির মা-বোনেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন।