Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

বিগত কয়েকমাসে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে ভারতের। এই অবস্থায় সীমান্তে বাড়ছে অনুপ্রবেশকারী, পাচারকারীদের আনাগোনা। শুক্রবার রাতেও জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে কুকুরজান অঞ্চলের খালপাড়া বালাসন বিওপি এলাকায় দেখা গেল পাচারকারীদের আনাগোনা। জানা যাচ্ছে, গরু পাচার করতে সীমান্তের কাঁটাতারের জাল কেটে এদেশে ঢুকে পড়েছিল কয়েকজন বাংলাদেশি। আর তাদঁদের হাতেনাতে ধরে ফেলে বিএসএফ। দুপক্ষের গুলি বিনিময়ে খতম এক বাংলাদেশি। আহত কয়েকজন। বিএসএফের অনুমান, আহতরা এদেশেই গা ঢাকা দিয়েছে। ফলে তাঁদের খোঁজে সীমান্ত সিল করে চলছে তল্লাশি অভিযান। ঘটনাস্থল থেকে উদ্ধার বেশ কয়েকটি গরু।

খতম এক গরু পাচারকারী

জানা যাচ্ছে, এদিন গভীর রাতে টহল দিতে গিয়ে বিএসএফ জওয়ানরা ৮-১০ জন গরু পাচারকারীদের দেখতে পায়। তাঁদের কাছে ধরা পড়ার থেকে বাঁচতে গুলি চালায় বাংলাদেশিরা। পাল্টা গুলি চালায় বিএসএফও। আর তাতেই খতম হয় একজন। মৃত ব্যক্তির নাম মহম্মদ আলামিন। তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার জিন্নত পাড়ার বাসিন্দা। তাঁর দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ

অন্যদিকে, এই ঘটনার মধ্যে কয়েকজন পাচারকারী আহতও হয়েছে। তবে ঘটনাস্থলে তাঁদের পাওয়া যায়নি। বিএসএফের অনুমান. অভিযুক্তরা এদেশেই গা ঢাকা দিয়েছে। ফলে তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।