Bangladesh Protest (Photo Credits: X)

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ এখনও বহাল। ওপার বাংলায় গত কয়েক দিন ধরে চলতে থাকা অশান্তির আঁচ একটু একটু করে এসে পড়ছে ভারতের উপর। বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিয়ে আজ রবিবার সল্টলেকে কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে পড়ানো হল ঢাকাই জামদানি শাড়ি।

সল্টলেকের (Salt Lake) বিক্ষোভে এদিন সামিল হয়েছিলেন বহু মানুষ। করুণাময়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়া বাস ঘিরেও বিক্ষোভ দেখায় সকলে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, নিপীড়নের ঘটনার প্রতিবাদে রবিবার কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভের ডাক দেন বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। বিক্ষোভের অংশ হিসাবে বাংলাদেশে বংশোদ্ভূত ঢাকাই জামদানি শাড়ি পড়ানো হয়েছে। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাক দেওয়া প্রতীকী আন্দোলনে যোগ দেন বহু সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা এদিন বাংলাদেশি ঢাকাই জামদানি শাড়ি পড়ানোর পাশাপাশি সমস্ত বাংলাদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ওই দেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধের হুঁশিয়ারি দিয়ে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি জানিয়েছে, দেশকে অসম্মান এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত থাকলে ভারতীয়রা চুপ থাকবে না।

বাংলাদেশের অস্থিরতা কাঁটাতার পেরিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতেই। কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল আগেই জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন বন্ধ না হলে তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না। ত্রিপুরার হোটেল মালিকদেরও যৌথ সিদ্ধান্ত, ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত কোন বাংলাদেশিকে হোটেলে থাকতে দেওয়া হবে না। এবার একই হাঁটল অসমও।