![](https://bnst1.latestly.com/uploads/images/2024/09/1-212348768.jpg?width=380&height=214)
ভারত-বাংলাদেশের পরিস্থিতি এমনিতেই অশান্ত। দুই দেশের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও পাচারকারীরা চালিয়ে যাচ্ছে তাঁদের ব্যবসা। বৃহস্পতিবার রাতেই গরুপাচার রুখতে অভিযান চালায় জলপাইগুড়ির (Jalpaiguri) সদর ব্লকের বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতে সিংপাড়ার সীমান্তবর্তী এলাকায়। গোপনসূত্রে খবর পেয়ে এই এলাকায় রাতের অন্ধকারে তল্লাশি চালায় বিএসএফ। তখন দেখতে পারে যে সীমান্তের ওই এলাকার যে অংশে কাঁটাতার ছিল না, সেখান থেকে চলছিল পাচার। তবে বিএসএফ জওয়ান দেখতে পেয়েই তাঁরা হামলা চালায়। আর সেই হামলার পাল্টা জবাব দিতে গিয়ে খতম হয় এক বাংলাদেশের নাগরিক।
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম আনোয়ার হক, তাঁর বয়স ৩৫। মৃত ব্যক্তি বাংলাদেশের পঞ্চাগড় জেলার তেতুলিয়া থানা এলাকার দশ মাইলে। অন্যদিকে এই ঘটনায় আহত হয়েছে বিএসএফের এক জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, পাচারকারীরা ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল। সেই কারণেই ভারতীয় জওয়ান হামলা করে। এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয়ও ছিল। তাঁরা অবশ্য ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এছাড়া দুটি গরুও উদ্ধার হয়েছে বলে খবর। অন্যদিকে মৃতের দেহ আপাতাত এদেশেই রয়েছে। বিজিবির সঙ্গে এই নিয়ে বিএসএফের ফ্ল্যাগ মিটিংও হয়েছে।