Bangladesh MP Murder (Photo Credits: X)

ভাঙড়, ৯ জুনঃ ভাঙড়ের বাগজোলা খাল থেকে উদ্ধার হল বেশ কিছু হাড়গোড়। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার (Anwarul Azim Anar) খুনের ঘটনায় ধৃত সিয়াম হোসেন (Siam Hossain) নিয়ে রবিবার সকাল সকাল ওই খালে তল্লাশি অভিযান চালায় সিআইডি (CID)। একটি ঝোপের পাশ থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকবন্দি ওই সমস্ত হাড়গোড়। তবে উদ্ধার হওয়া হাড়গোড় বাংলাদেশের মৃত সাংসদ আনোয়ারুলের কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার জন্যে করতে হবে ফরেন্সিক পরীক্ষা।

শুক্রবার নেপালের কাঠমান্ডু থেকে নেপাল পুলিশ গ্রফতার করেছিল বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনকে। সিআইডি-র হাতে হস্তান্তরের পর অভিযুক্তকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এরপরেই রবিবার অভিযুক্ত সিয়ামকে নিয়ে সিআইডি আধিকারিকেরা ভাঙড় এলাকায় পৌঁছয়। বাগজোলা খালে নেমে একটি ঝোপের পাশ থেকে উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়। যা দেখে প্রাথমিকভাবে মানুষের বলেই অনুমান করা হচ্ছে।

এর আগে নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কিলো মাংসের টুকরো উদ্ধার হয়েছিল। যা বাংলাদেশের সাংসদ আনোয়ারুলের কিনা তা নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। এবার এই হাড়গোড় গুলোও পাঠানো হবে ফরেন্সিকের জন্যে। তবে ফরেন্সিক পরীক্ষার জন্যে মৃত সাংসদের ডিএনএ প্রয়োজন। ডিএনএ প্রোফাইল থেকেই বোঝা যাবে হাড় এবং মাংস আসলেই আনোয়ারুলের কিনা। ডিএনএ প্রোফাইল করার জন্যে মৃত সাংসদের মেয়েকে বাংলাদেশে তলব পাঠিয়েছে সিআইডি।

উদ্ধার হওয়া হাড়গোড়... 

গত ১৩ মে নিউটাউনের (New Town) অভিজাত আবাসনে খুন হয়েছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার। সিআইডি আগেই জানিয়েছিল, খুনের পর তাঁর দেহ থেকে হাড় এবং মাংস আলাদা করা হয়। এরপর তা টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে বাগজোলার ওই খালে ফেলে দিয়েছিল সিয়াম। সাংসদ খুনের মামলায় আরও এক অভিযুক্ত বাংলাদেশের জিহাদ হালওয়াদার। তাকে আগেই গ্রেফতার করেছিল সিআইডি।