Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

কলকাতা, ১০ ডিসেম্বর: বাংলাদেশিদের (Bangladesh) কোনওভাবে শিলিগুড়ির (Siliguri) হোটেলে উঠতে দেওয়া হবে না। বাংলাদেশে হিন্দুদের (Bangladeshi Hindus) উপর হামলার ঘটনায় এবার এমনই সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশে যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালানো হচ্ছে, তার জেরে এবার ভারতের পড়শি দেশের মানুষকে শিলিগুড়ির হোটেলে থাকার জায়গা দেওয়া হবে না বলে জানানো হয়।

গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স-এর সভাপতি রাজীব দাস বলেন, জাতীয় পতাকার অপমান মানে দেশের প্রত্যেক নাগরিকের অপমান। শিলিগুড়ির পাশাপাশি অসমের বরাক ভ্যালি এলং ত্রিপুরার (Tripura) হোটেলগুলিতেও গত ২ ডিসেম্বর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই জায়গার হোটেলগুলিতেও এবার থেকে বাংলাদেশিদের জায়গা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Bangladesh: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইসকনের চিন্ময়কৃষ্ণ দাস-সহ তাঁর ১৬৪ অনুগামী এবার আরও বিপাকে

বাংলাদেশে ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর ত্রিপুরার আগরতলায় প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়। ওই ঘটনার পরপরই ত্রিপুরায় যে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, তাঁকে ফেরৎ যেতে বলা হয় ঢাকার তরফে। ত্রিপুরার পাশাপাশি কলকাতার হাই কমিশনারকেও ঢাকা ডেকে পাঠায়। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত ওই দুই হাই কমিশনার ঢাকায় বসে কাজ করবেন বলে জানানো হয় ইউনুসের তদারকি সরকারের তরফে।