হাওড়ার শালিমার স্টেশন (Shalimar Station) থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। জানা যাচ্ছে, শনিবার সকালে এক সন্দেহজনক ব্যক্তিকে তিন নম্বর প্লাটফর্মে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কোনও প্রশ্নের উত্তর দিতে পারে না। তারপরেই তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা। যদিও এই টাকাগুলি কোথা থেকে এসেছে বা কে দিয়েছে তা পরিস্কার করে বলতে পারছিল না ওই ব্যক্তি। সেই কারণে তাঁকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ওই টাকাশুদ্ধ ব্যাগটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

জিআরপি সূত্রে খবর, এদিন সকালে পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসে এসেছিল। সেই ট্রেন থেকে নামে হাওড়ার পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা বিনয় কুমার। তাঁর থেকে ট্রেনের টিকিটও বাজেয়াপ্ত হয়েছে। যদিও এই টাকা কাউকে দেওয়ার ছিল নাকি নিজের বাড়ি নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।