কলকাতা: ফের জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) বোলপুরে। গভীর রাতে ঘরের বাইরে থেকে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী রুম্পা বিবি ও তাঁর চার বছরের ছেলে আয়ান শেখের। মহিলার স্বামী শেখ তুতা গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দম্পতির বড় ছেলে। তিনি জানিয়েছে, তাঁর বাবা-মা ও ছোট ভাই রাস্তার পাশের একটি ঘরে ঘুমাচ্ছিল এবং ঘরের জানালা খোলা ছিল। তিনি অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ মায়ের চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। ঘর থেকে বেরিয়ে এসে দেখেন ঘরটি দাওদাও করে জ্বলছে এবং তাঁরা ঘরের ভিতর আটকে পড়েছে। কেরোসিনের তীব্র গন্ধও তাঁর নাকে আসছিল। যুবকের দাবি দুষ্কৃতীরা খোলা জানালা দিয়ে ঘরে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
সূত্রে খবর, যুবকের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে কোনওভাবে দম্পতি এবং নাবালক ছেলেকে ঘর থেকে টেনে বের করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই নাবালক ছেলে ও তাঁর মা মারা যান। এই ভয়াবহ ঘটনায় গোটা গ্রামে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। দুর্ঘটনায় কোনও ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।