Road Accident (Photo Credit: X)

নয়াদিল্লি: বিহারের (Bihar) সাসারামে পথদুর্ঘটনায় (Road Accident) তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়। পুলিশ সূত্রে খবর, রোহতাস জেলার চেনারি শিবসাগর থানা এলাকার খুরমাবাদের কাছে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি একটি পার্ক করা ট্রাকে ধাক্কা দিলে তিনজন মারা গিয়েছেন, তাঁরা রাজস্থান থেকে গয়া যাচ্ছিলেন। NHI অ্যাম্বুলেন্সের নার্সিং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে আরও খবর, রাজস্থানের ঝালাওয়ার জেলায় বসবাসকারী বহু মানুষ যাত্রী বাসে পিন্ডদান করতে গয়া যাচ্ছিলেন। এদিকে চেনারি থানা এলাকার সাবরাবাদের কাছে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম বালু সিং, নরেন্দ্র সিং এবং গোবর্ধন সিং। আহতদের মধ্যে অনেক নারীও রয়েছেন।