কলকাতা, ১১ সেপ্টেম্বর: উপনির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ধূপগুড়ি উপনির্বাচনে (Dhupguri Assembly By Elections 2023) জয়ের পর কথা রেখে বড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। নবান্নে বসে মমতা ঘোষণা করলেন, ধূপগুড়ি মহকুমা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি সাব ডিভিশন হচ্ছে। চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন হবে, বলে জানান মমতা। আরও পড়ুন-জেলে যাওয়া চন্দ্রবাবুর পাশে মমতা, গ্রেফতারিতে প্রতিশোধ দেখছেন দিদি
দেখুন টুইট
BREAKING NEWS:
As promised before the bypoll, CM @MamataOfficial announces that Dhupguri will be made a sub division within Jalpaiguri district
Dhupguri Municipality, Dhupguri Block and parts of Banarhat Block will be carved out of Jalpaiguri Sadar to form this new Sub Division
— Nabarun Bhattacharya (@Nabarun204) September 11, 2023
ধূপগুড়িকে মহকুমা করা হবে বলে ঘোষণা করে উপনির্বাচনের প্রচারে দলের পালে হাওয়া টেনেছিলেন তৃণমূলের 'নম্বর টু' অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ বিধানসভা নির্বাচনে ধূপগুড়িতে জিতেছিল বিজেপি। সেই আসন উপনির্বাচনে জিতে ছিনিয়ে নিল তৃণমূল।