কলকাতা, ২৫ জুলাই: এসএসকেএম থেকে ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা শুরু হল পার্থ চট্টাপাধ্যায়ের (Partha Chatterjee)। সোমবার সাতসকালে এসএসকেএম হাসপাতাল চত্বরে হই হই রই রই কাণ্ড। অ্যাম্বুল্যান্সে করে দমদম বিমানবন্দরে রওনা করিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আজই ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেখানে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্য তাঁর শারীরিক পরীক্ষা নিরিক্ষা হবে।
সেই মতো সকালে ইডি-র কর্তাব্যক্তিরা এসএসকেএমে পৌঁছে যান। প্রয়োজনীয় নিয়মাবলী শেষে এসমসকেএম তেকে পার্থবাবুক নিয়ে অ্যাম্বুল্যান্স রওনা দেয় কলকাতা বিমানবন্দরের দিকে।আরও পড়ুন-Partha Chatterjee: কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায়? কী জানাল হাসপাতাল
উল্লেখ্য, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। শনিবার নিম্ন আদালতের নির্দেশে অসুস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ওদিন রাতেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ দানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে ইডি। এবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব শুনানিতে রায় দেন যে, ভুবনেশ্বর এইমসে সব ধরনের চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে। তাই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা ওখানেই হবে। আদালতের নির্দেশ মেনে পার্থবাবুকে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে।